ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫

রায়ান তাণ্ডবে লণ্ডভণ্ড সাকিব! 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৫৯, ১৩ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

টাইগার বোলারদের তোপের মুখে একপর্যায়ে ৬৩ রানেই পঞ্চম উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে জিম্বাবুয়ে। তবে রায়ান বার্লের ঝোড়ো ফিফটিতে শেষ পর্যন্ত বাংলাদেশের বিপক্ষে চ্যালেঞ্জিং স্কোর গড়ে সফরকারীরা। নির্ধারিত ১৮ ওভারে আর কোন উইকেট না হারিয়েই বোর্ডে ১৪৪ রান জমা করে তারা।

এদিন রীতিমত তাণ্ডব বয়ে যায় সাকিব আল হাসানের ওপর। তাণ্ডব চালালেন রায়ান বার্ল। বাংলাদেশ অধিনায়কের ১ ওভারে ৩০ রান নিয়েছেন তিনি। সাকিবের প্রত্যেক বলে বাউন্ডারি হাঁকিয়েছেন জিম্বাবুয়ের এ বাঁহাতি ব্যাটসম্যান। 

দলটির ইনিংসের ১৬তম ওই ওভারের ছয় বলে এসেছে যথাক্রমে— ৬, ৪, ৪, ৬, ৪, ৬ রান। যেন রায়ান তাণ্ডবে লণ্ডভণ্ড সাকিব!

বার্লের তাণ্ডবে দিশেহারা সাকিব কোনও উইকেট তো পানইনি, শেষ পর্যন্ত ৪ ওভারে খরচ করেছেন ৪৯ রান। এখন ব্যাট হাতে এর কি জবাব দেন সাকিব সেটাই দেখার বিষয়।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি